ঢাকা মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৫শে ভাদ্র ১৪৩২


শার্শায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩১

সংগৃহিত

যশোরের শার্শা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন শার্শা।

সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাধিক সতর্ক থাকবে প্রশাসন। পূজার দিনগুলোতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে এবং পূজার্থীরা নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সেজন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হযরত মাওলানা আজিজুর রহমান, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন, শার্শা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, সুধীজন ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। এছাড়া শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী নাজিব হাসান। তিনি বলেন, “উপজেলা প্রশাসন সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজামণ্ডপে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে এবং মনিটরিং টিম গঠন করা হবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।”