ঢাকা মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৫শে ভাদ্র ১৪৩২


নবীর আদর্শে শান্তি ও মানবতা প্রতিষ্ঠা সম্ভব- জুলুছ অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব


৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৫

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জামেয়া তাহেরিয়া হাবিবিয়া নূর সুফিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

 

জশনে জুলুছে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে রচিত কালজয়ী কবিতার শ্লোক, নানা রঙের ফেস্টুন, প্ল্যাকার্ড ও নাতে রাসুল পরিবেশিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া তাহেরিয়া হাবিবিয়া নূর সুফিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল বাশার বাছির সওদাগর। 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশীদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য শান্তি, ভ্রাতৃত্ব ও মানবতার শিক্ষা নিয়ে আসে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) সারা মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে পারলেই সমাজ থেকে অশান্তি ও অন্যায় দূর হবে।তিনি আরও বলেন, “আজকের এই মাহফিল আমাদের হৃদয়ে নবীপ্রেম জাগ্রত করবে, আর নবীপ্রেমই মানুষকে আলোর পথে পরিচালিত করে।

 

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পুরকুইল দরবার শরীফের পীর সাহেব ড. ছদরুদ্দিন আহমদ। প্রধান বক্তা ছিলেন জামেয়া তাহেরিয়া হাবিবিয়া নূর সুফিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক হাফেজ ক্বারী মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া। এসময় স্থানীয় আলেম-ওলামা ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

 

শেষে আখেরি মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।