বিচার সংস্কার আর নির্বাচন—এই দু’টিই এখন বাংলাদেশের প্রধান স্বার্থ- জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে “নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন, কৃষক-শ্রমিক-মেহনতী ও গণমানুষের পক্ষে রাজনৈতিক শক্তি গড়ে তুলুন”—এই স্লোগানকে সামনে রেখে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বাঞ্ছারামপুর পৌরসভা গণসংহতি আন্দোলনের সংগঠক মো. জহিরুল হক রেনু মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, “বিচার সংস্কার আর নির্বাচন—এটিই এখন বাংলাদেশের প্রধান স্বার্থ। ১৮ কোটি মানুষ আগামী দিনে দেশকে উন্নতির পথে নিয়ে যাবে নাকি ফ্যাসিবাদের দিকে ঠেলে দেবে, তা নির্ভর করছে বিচার সংস্কার ও নির্বাচনের ওপর। কিন্তু ষড়যন্ত্র চলছে—নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে। কোন ষড়যন্ত্রই করতে দেওয়া যাবে না, তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে।”
ব্রাহ্মণবাড়িয়া জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক মোহাম্মদ মাহাবুবুল আলম কাইয়ুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সংগঠক শামীম শিবলী।
বক্তারা বলেন, “দেশে যারা রাজনীতি করছে তারা সাধারণ মানুষের কথা বলে না। অথচ কৃষক, শ্রমিক, মেহনতী মানুষই এই দেশের আসল চালিকাশক্তি। তাদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। আমরা যদি জনগণের পাশে দাঁড়াই, তবে অন্যায়-অবিচারের শেকল ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা সম্ভব।”