ঢাকা রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২৪শে ভাদ্র ১৪৩২


বেনাপোল স্থলবন্দরে ভারতীয় দুই ট্রাকচালক আটক


৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১

সংগৃহিত

যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনালে ভারতীয় ট্রাক থেকে এয়ার পিস্তলসহ দুই ড্রাইভারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিয়মিত তল্লাশির সময় বিজিবির একটি টহল দল ভারতীয় ট্রাকগুলোতে অভিযান চালায়। এ সময় একটি ট্রাক থেকে এয়ার পিস্তল উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ভারতীয় দুই ট্রাকচালককে আটক করা হয়।

বিজিবি জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রটি ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা হলেও তা আইনত দণ্ডনীয় অপরাধ।

বেনাপোল বন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ভারত থেকে আসা ট্রাকের উপর নজরদারি আরও বাড়ানো হয়েছে, যাতে কোনো প্রকার অস্ত্র বা নিষিদ্ধ সামগ্রী প্রবেশ করতে না পারে।

আটককৃত দুই চালককে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।