ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৫, ১১ই আশ্বিন ১৪৩২


ফুটবলেও আজ বাংলাদেশ-পাকিস্তান সেমির লড়াই


২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৭

সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচটা যেন পরিণত হয়েছে অলিখিত ‘সেমিফাইনাল’ হিসেবে। দুদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের দিনটি আরও বিশেষ। কারণ, ফুটবলেও সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

 

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় কলম্বোর রেসকোর্স মাঠে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে খেলতে নামবে দুই দল। যারা জিতবে, তারা চলে যাবে ফাইনালে।

 

নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দুই দলের জালে চারটি করে গোল করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

 

অন্যদিকে, চার দলের ‘বি’ গ্রুপ থেকে ভারতের সঙ্গে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। তারা ভুটান ও মালদ্বীপকে হারালেও ভারতের কাছে পরাজিত হয়ে গ্রুপ রানার্সআপ হয়।

 

উল্লেখ্য, আজ সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর)।