ঢাকা রবিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৫, ৭ই আশ্বিন ১৪৩২


প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি ম্যানসিটি-আর্সেনাল


২১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৭

সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। রোববার (২১ সেপ্টেম্বর) এমিরাটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি।

 

ঘরের মাঠে ম্যান ইউনাইটেডকে তিন গোলে হারানোর পাশাপাশি জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করেছে গার্দিওলা শিষ্যরা। এবার সিটিজেনদের সামনে যেন আরও একটি কঠিন পরীক্ষা।

 

আর্সেনাল ম্যাচের আগে তাই ফুটবলারদের ক্লান্তিই চিন্তায় রাখছে স্প্যানিশ কোচকে। তাই ম্যাচের ২৪ ঘণ্টা আগে ছেলেদের যথাযথ বিশ্রাম দেওয়াই লক্ষ্য কোচ গার্দিওলার।

 

অন্যদিকে গত কয়েক বছরের মতো এবারও লিগের শুরুটা দারুণ করেছে আর্সেনাল। গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগের আসরে অ্যাথলে্টিক ক্লাবকে ২-০ গোলে হারায় আর্তেতার দল। তবে এই লড়াইটা মোটেই সহজ হবে না তাদের জন্যে।

 

উল্লেখ্য, ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আর্সেনাল। সমান সংখ্যক ম্যাচে ২ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে সিটিজেনরা।