ঢাকা সোমবার, ২২শে সেপ্টেম্বর ২০২৫, ৮ই আশ্বিন ১৪৩২


শার্শায় বসতপুর বাজারে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ


২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৬

সংগৃহীত

যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বসতপুর বাজারে গণসংযোগ করেছেন শার্শা থানার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

 

গতকাল তিনি বাজারের ব্যবসায়ী, দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সময় স্থানীয়রা নানা সমস্যার কথা তার কাছে তুলে ধরেন এবং তিনি মনোযোগ দিয়ে তা শোনেন।

 

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপনসহ থানা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই গণসংযোগকে আসন্ন রাজনৈতিক কার্যক্রমের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।