ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৫, ১১ই আশ্বিন ১৪৩২


টি-টোয়েন্টিতে ‘সিক্সি’ অভিষেক শর্মার রেকর্ড


২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৫

সংগৃহীত

টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে ছক্কা মারার হারে সবার উপরের নামটা এখন অভিষেক শর্মার। প্রতি ৬.৮৩ বল পরপর ছক্কা মারেন ‘সিক্সি’ অভিষেক। ২১ ইনিংসে তার ছক্কাসংখ্যা ৫৮টি।

 

অন্তত ৫০ ছক্কা মারা খেলোয়াড়দের মধ্যে হিসাবটি করেছে ইএসপিএন ক্রিকইনফো। গড়ে প্রতি ইনিংসে ২.৭৬টি করে ছক্কা মেরেছেন অভিষেক।

 

টেস্ট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে ছক্কা মারার হারে অভিষেকের পরই রয়েছেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অলরাউন্ডার প্রতি ৭.২১ বল পরপর ছক্কা মেরেছেন।

 

এরপরের তালিকায় থাকা অস্ট্রেলিয়ার টিম ডেভিড প্রতি ৭.৮৭ বল পরপর ছক্কা মারেন। এভিন লুইস ৮.৪৯ বল পরপর এবং লিয়াম লিভিংস্টোন ১০.৮৬ বল পরপর ছক্কা মারেন। ভারতের অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভও প্রতি ১০.৮৬ বল পরপর ছক্কা মারেন।

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছক্কার দেখা পেতেও সবচেয়ে কম বল খেলেছেন অভিষেক। এই পথ পর্যন্ত ৩৩১ বল খেলেন তিনি। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে নিজের ৫০তম ছক্কার দেখা পান তিনি।

 

টেস্ট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে প্রতি ইনিংসে অন্তত ২টি করে ছক্কা মারা খেলোয়াড় এখন অভিষেক এবং এভিন লুইস (২.১৩)।

 

সহোযোগী দেশগুলোকেও যদি হিসেবে নেয়া হয় তাহলে অন্তত ৫০ ছক্কা মারা ব্যাটসম্যানদের মধ্যে অভিষেকের এটি দ্বিতীয় সেরা হার। ৩.১৪ ছক্কার হার নিয়ে ৩৬ ইনিংসে ১১৩ ছক্কা মেরেছেন করণবীর সিং।