শেষ মুহূর্তের গোলে সিটির বিপক্ষে হার এড়াল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। শিরোপা প্রত্যাশী দুই দলের জমজমাট লড়াই শেষ হয়েছে ১-১ গোলের ড্র’য়ে।
রোববার (২১ সেপ্টেম্বর) এমিরেটস স্টেডিয়ামে সিটিকে আতিথ্য দেয় আর্সেনাল।
এদিন, ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় সিটিজেনরা। টিয়ানি রেইন্ডার্সের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন আর্লিং হালান্ড। ১-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় ম্যানসিটি।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে অবশেষে স্বস্তির গোলের দেখা পায় স্বাগতিকরা। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি’র দারুণ ফিনিংয়ে হার এড়ায় গানার’রা।
ঘরের মাঠে প্রায় ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নেয় আর্সেনাল, এর তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, গোলের জন্য কেবল পাঁচটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে সিটি।
৫ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে সিটি। গত মৌসুমে বাজে ফলের পর এবারও ভুগছে পেপ গার্দিওলার দল।
অপরদিকে, ৫ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী লিভারপুল। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথেরও।