মাগুরায় পানির ট্যাঙ্কিতে দুইজন ও সড়ক দুর্ঘটনাসহ নিহত-৩
মাগুরা শ্রীপুররের খামার পাড়া মোসলেম মোল্যার নির্মানাধীন সেপ্টি ট্যাঙ্কির কাজের সময় রাজ মিস্ত্রী পলাশ রায় এবং উদ্ধার করতে আসা মনিরুল বিশ্বাস নামে দুইজন নিহত হয়েছে।
সকালে পলাশ রায় নির্মানাধীন সেপ্টি ট্যাঙ্কিতে কাজের সময় হঠাৎ পড়ে যায়। তার চিৎকারে প্রতিবেশী মনিরুল বিশ^াস তাকে উদ্ধারের জন্য ট্যাঙ্কির মধ্যে নামলে উভয়েই নিস্তেজ হয়ে পড়ে।
খরব পেয়ে ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। এদিকে সদর উপজেলার কাঞ্চনপুর এলাকায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংর্ঘষে সোহাগ মোল্যা নামে এক যুবক নিহত হয়েছে।’
নতুনসময়/আল-এম