ঢাকা শনিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৫, ১৩ই আশ্বিন ১৪৩২


শেরপুরে বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির মৃত্যু, কৃষক আটক


১ নভেম্বর ২০২৪ ১৮:০১

ফাইল ফটো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধানখেতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির মৃত্যু হয়েছে। বন্যপ্রাণী হত্যার দায়ে বন বিভাগের কর্মকর্তারা স্থানীয় কৃষক শফিকুল ইসলামকে আটক করেছে।

 

শুক্রবার (১ে নভেম্বর) দুপুরে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, উপজেলার বাটকুচি মৌচাক রাবার বাগান এলাকায় গতকাল দিবাগত রাত ১০টার দিকে আট ফুট পাঁচ ইঞ্চি লম্বা ও ১০ লম্বা মাদি হাতিটির মৃত্যু হয়।

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আমন ধান পাকতে শুরু করায় বন্য হাতি আগের চেয়ে বেশি আসতে শুরু করেছে। ফসল বাঁচাতে স্থানীয় কৃষকরা মাঠের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন।

 

রফিকুল ইসলাম বলেন, 'প্রায় ৪০টি বন্য হাতির পাল খাবারের সন্ধানে বাটকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় চলে এসেছিল। বৈদ্যুতিক খোলা তারের সংস্পর্শে এসে একটি হাতির ঘটনাস্থলেই মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সেখানেই মৃত হাতিটিকে পুতে ফেলা হবে।'

 

তিনি বলেন, 'ইতোমধ্যে কৃষক শফিকুল ইসলামকে আটক এবং তার জেনারেটর জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ব্যবস্থা নেওয়া হবে।'