ঢাকা শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৫, ১২ই আশ্বিন ১৪৩২


বিচার, সংস্কার ও ভোট বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্টরা ফের সুবিধা পাবে’


২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৫

সংগৃহীত

এই মুহুর্তে গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন প্রয়োজন। এই তিনটি বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্টরা আবারও সুবিধা পাবে বলেও মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশজুড়ে যে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ তাদের গোষ্ঠীর বাইরের সবার ওপরে জুলুম-নির্যাতন করেছে।

 

এ সময় চালকদের নিয়োগ দেয়ার বিষয়ে সুস্পস্ট নীতিমালা প্রনয়ণ করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।