ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খাইবার পাখতুনখোয়ায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান মেটেরোরলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি)। খবর দ্য ডন।
সংস্থাটি জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। ১৯৫ কিলোমিটার গভীরে আঘাত হানে, এবং অবস্থান ছিল ৩৬.৫১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭০.৯৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
এতে চিত্রাল, পেশাওয়ার এবং সোয়াতে ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে, এবং পাখতুনখোয়া টাইমস তাদের এক্স পোস্টে জানিয়েছে যে এই ‘মৃদু’ কম্পন আতক্ক, লোয়ার ডির এবং আপার ডিরেও অনুভূত হয়েছে।
মাসের শুরুতে আফগানিস্তানে ৬ দশমিক মাত্রার একটি ভূমিকম্পে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ মারা যায়। এবং বাড়িঘর ধ্বংস হয়েছিল। কম্পনগুলো খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবেও অনুভূত হয়েছিল।
এর আগে হিন্দুকুশ অঞ্চলে আরেকটি ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। যা যুগল শহর এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে অনুভূত হয়েছে।