রংপুরে ৬ মাসের শিশুকে গলা কেটে হত্যা, অভিযুক্ত মা গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে ৬ মাস বয়সি কন্যা জুহি রানীকে গলা কেটে হত্যার অভিযোগে তুলসি রানী (২৭) নামের এক মাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬ টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। গ্রেফতার তুলসী রানী ওই এলাকার বাবু লাল রায়ের স্ত্রী।
তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, ওই গ্রামের বাবু লাল রায়ের স্ত্রী তুলসী রানী সোমবার তার নিজ বাসায় ৬ মাস বয়সি কন্যা জুহি রানিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মা তুলসী রানীকে গ্রেফতার করা হয়। সেইসাথে, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা বাবু লাল রায় বাদী হয়ে তুলসী রানীর বিরুদ্ধে হত্যামামলা করেছেন।
শিশুটির দাদি পাতানী বালা জানান, তার ছেলের বউ তুলসী কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। সকালে ৬ মাস বয়সি নাতনিকে রান্নার কাজে ব্যবহৃত কাটারি (ছুরি) দিয়ে গলা কেটে হত্যা করে উঠানে ফেলে দেয়।
অপরদিকে, শিশুটির পিতা বাবু লাল রায় বলেন, আমার মেয়ে মানসিক রোগী। মেয়েকে হত্যার পরে সে আমাকে বলে, তোর বাচ্চাকে আমি মানুষ করতে পারব না, তোর বাচ্চা তুই নে। বাচ্চাটা হওয়ার পর থেকে আমি ভালো করে রান্না করে খেতে পারি না। আরো একটা মেয়ে আছে তার সেবাযত্ন করতে পারি না।
তারাগঞ্জ থানার অফিসারি ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি মা তুলসি রানীই শিশুটিকে হত্যা করেছে। তুলসি রানী সেটা স্বীকারও করেছে। তিনি একজন মানসিক রোগী বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। গ্রেফতার তুলসি রানিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।