স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।
আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন বলে জানিয়েছেন।
আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) স্বতত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করার কথা রয়েছে রুমিন ফারহানার।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সবার দোয়ায় এই আসনে আমি নির্বাচন করব। বিএনপি একটি বড় দল, তাদের নিজস্ব ভালো-মন্দ বিবেচনা করতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সঙ্গে তারা জোট করেছে, তাই আসন না দিলে তো জোট হয় না।
আরও পড়ুন- রুমিন ফারহানার সমর্থকরা মনোনয়নপত্র তুলবেন কাল
মূলত রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই দল এই আসনটি ছেড়ে দিয়েছে জানিয়ে তিনি বলেন, এছাড়া দল দলের নানান হিসাব ও নিকাশ রয়েছে। তাই আসনে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়েছে। তিনি আরও বলেন দলের প্রতি আমার র্দীঘ দিনের ত্যাগ রয়েছে। আমার নির্বাচনী এলাকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে বলেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে সংসদ নির্বাচনে অংশ নিব।
স্বতন্ত্র নির্বাচন করলে দল কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নিতে হয় তারা নিশ্চয়ই নেবেন। আমি তো আসলে কাউকে বাধা দিতে পারব না।
