লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেয়ায় সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গ্রেফতারের সময় ফিলিস্তিনের পক্ষে গ্রেটা একটি প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের।
এদিন মধ্য লন্ডনের আসপেন ইন্সুরেন্স অফিসের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। ওই বিক্ষোভে অংশ নেন গাজায় গণহত্যা বন্ধে আন্দোলনের অন্যতম নেত্রী গ্রেটা।
'আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধিতা করি' লেখা প্ল্যাকার্ড হাতে গ্রেটাকে দেখা যায়।
যুক্তরাজ্যভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ 'ডিফেন্ড আওয়ার জুরিস' জানিয়েছে, ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তিনি একটি প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানে প্যালেস্টাইন অ্যাকশনের সঙ্গে সংশ্লিষ্ট বন্দিদের প্রতি সমর্থনের বার্তা ছিল।
গত জুলাই থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করেছে ব্রিটিশ সরকার। এই গ্রুপটিকে সমর্থন করায় এরপর থেকে কয়েকশ' বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
