ঢাকা সোমবার, ২২শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২


মব তৈরি করে প্রতিষ্ঠানে হামলা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড: রিজভী


২২ ডিসেম্বর ২০২৫ ১৫:০৩

সংগৃহীত

উচ্ছৃঙ্খল জনতা বিভিন্ন স্থানে মব তৈরি করে আক্রমণ করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে, এসব গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

সোমবার (২২ ডিসেম্বর) সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষ্যে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন। 

 

রিজভী বলেন, বিভিন্ন ইস্যুতে সারাদেশে একের পর এক আক্রমণ হচ্ছে, এভাবে চললে গণতন্ত্র শক্তিশালী হবে না। 

 

তিনি আরও বলেন, মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। তারা মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। সেই সম্ভাবনাকে নষ্ট করার জন্য একটি চক্র কাজ করছে। তাদের সেই সুযোগ না দেয়ার আহ্বান জানান তিনি। 

 

এ সময়, জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ নিশ্চিতেরও দাবি জানান বিএনপির এই সিনিয়র নেতা।