ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি : ডা. জাহিদ


২৪ জুন ২০২৪ ১০:০১

সংগৃহীত ছবি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২৪ জুন) মধ্যরাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডা. জাহিদ।

 

তিনি বলেন, ম্যাডাম নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, উনার শারীরিক অবস্থা অবনতি হয়েছে। যে কোন সময় অঘটন ঘটতে পারে। ২৪ ঘন্টার আগে মন্তব্য করা বিব্রতকর হবে।

উল্লখ্য, গত শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তারপর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।