ঢাকা শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৫, ১২ই আশ্বিন ১৪৩২


নিখোঁজ শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে মেক্সিকোর রাস্তায় বিক্ষোভ


২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫১

সংগৃহীত

নিখোঁজ শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভে নেমেছে মেক্সিকোর আয়োতজিনাপার শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিটির সামরিক ক্যাম্প নম্বর ১-এর বাইরে দুই ঘণ্টা ধরে বিক্ষোভের পর একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় প্রতিবাদকারীরা। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং আগুন নেভায়।

 

২০১৪ সাল থেকে নিখোঁজ ৪৩ আয়োতজিনাপা শিক্ষার্থী। তাদের জন্য নিয়মিতই চলে প্রতিবাদ মিছিল। আন্দোলনকারীদের দাবি, এসব শিক্ষার্থীদের জোরপূর্বক আটকে রাখা হয়েছে এবং সেনাবাহিনীর কাছে তাদের তথ্য আছে।

 

তবে সম্প্রতি প্রতিরক্ষা সচিব তার বিভাগে ট্রান্সপারেন্সি বা সচ্ছতার ডাক দিয়েছেন। এতেই ক্ষোভে ফুঁসে উঠেছে নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও বিশেষজ্ঞরা।