ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ক্ষমতার ক্ষুধায় উন্মাদ বিএনপি


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৩

বিএনপি নেতারা ক্ষমতার ক্ষুধায় উন্মাদ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ কারণে অক্টোবরে তারা সরকার পতনের আন্দোলন শুরু করার কথা বলছেন।

বিএনপির আন্দোলন আর জমবে না মন্তব্য করে তিনি বলেন, মরা গাঙে আর ঢেউ উঠবে না। এ ঘাটে আন্দোলনের জোয়ার আর আসবে না।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসকল মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যাগে আয়োজিত এ অনুষ্ঠানে কর্মক্ষম গরীব দুঃস্থ মানুষদের মাঝে রিক্সা ও ভ্যান বিতরণ করা হয়। এ সময় ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে ১০০ জনের মাঝে ভ্যান ও রিক্সা বিতরণ করেন। এসময় রিক্সা ও ভ্যান বোঝাই আরও ৪টি ট্রাক টুঙ্গিপাড়া, কোটালি পাড়া, পঞ্চগড় ও ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়। সেখানকার গরীব ও দুঃস্থদের মাঝে এসব রিক্সা-ভ্যান প্রদান করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিদ নন্দী রায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

কাদের বলেন, বিএনপির দখলে নয়, অক্টোবরে মাঠ আওয়ামী লীগের দখলে থাকবে। কারণ আওয়ামী লীগ আগে থেকেই মাঠে আছে। অক্টোবর থেকে আওয়ামী লীগ ভোট প্রার্থনার জন্য পাড়া-মহল্লায় যাবে। এসময় কেউ নৈরাজ্য সৃষ্টি করলে তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ১ অক্টোবর থেকে রাজধানীসহ সারা দেশে সপ্তাহব্যাপী গণসংযোগ করা হবে বলে জানান তিনি। এসময় রাস্তা অবরোধ করে, বন্ধ করে কাউকে সভা-সমাবেশ করতে দেয়া হবে না বলেও তিনি জানান।

কাদের বলেন, জনগণের দুর্ভোগ হোক এমন কোনো কর্মসূচি দিবে না আওয়ামীলীগ এমনকি কেউ দিলে তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা জাতিসংঘে ভাষণ দিয়ে বিশ্ব নেতাদের মন জয় করেছেন। তারা অবাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো শেখ হাসিনার বক্তৃতা শুনেছেন।

কাদের বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিশ্ব নেতারা যখন শেখ হাসিনার প্রসংসা করছে বিএনপি-জামায়াতের কিছু সংখ্যক লোক তখন ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রের জবাব দিতে নেতাকর্মীদের সজাগ থাকার এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সারাদেশে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

আইএমটি