নবীনগরে কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কনস্টেবল লিটন মিয়ার বিরুদ্ধে তদবির বাণিজ্য ও নানা অপকর্মের অভিযোগ এনে মানববন্ধন করেছে গ্রামবাসী। রবিবার (৭সেপ্টেম্বর) বিকেলে দৌলতপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জলিল মেম্বার। বক্তব্য রাখেন ইউপি সদস্য রূপ মিয়া, বাছির ভুঁইয়া, আক্কাস ভুঁইয়া, সেলিম ভুঁইয়া, শাহিন ভুঁইয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, দৌলতপুর গ্রামের বাসিন্দা লিটন মিয়া বর্তমানে কুমিল্লায় কনস্টেবল পদে চাকরি করছেন। চাকরির প্রভাব খাটিয়ে তিনি গ্রামে তকবীর বাণিজ্যসহ নানা অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। স্থানীয়দের জমি দখলের চেষ্টা, চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে মামলা ও হামলার ভয় দেখানো তার নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
গ্রামবাসীর দাবি, কেউ প্রতিবাদ করলেই তাকে হত্যার হুমকি ও হয়রানি করা হয়। বক্তারা আরও বলেন, কনস্টেবল লিটনের এসব অপকর্মে গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা দ্রুত তার বিচারের দাবি জানান।