ঢাকা রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২৪শে ভাদ্র ১৪৩২


ডাকসুর ভিপি নির্বাচনের জরিপ: জনপ্রিয়তার শীর্ষে ছাত্রদল মনোনীত আবিদ


৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৫

সংগৃহীত

এবার 'বাংলাদেশ পাবলিক একাডেমি' ও ভলান্টিয়ার সংস্থা 'বেসরকারি' আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থীদের উপর একটি জরিপ পরিচালনা করেছে।

 

সেই জরিপে অংশ নিয়েছেন ২৪০ জন ইচ্ছুক ভোটার। জরিপে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৪৬ শতাংশ ভোট।

 

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস)-এর আব্দুল কাদের পেয়ছেন ১৮ শতাংশ ভোট। তিনি রয়েছেন দ্বিতীয় অবস্থানে। স্বতন্ত্র হিসেবে লড়াই করা উমামা ফাতেমা ১২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। অন্যদিকে শিবিরের মোঃ আবু সাদিক ৯ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।