ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


ময়মনসিংহে বাস প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত


১৭ আগস্ট ২০১৯ ০০:০৬

ময়মনসিংহে বাস প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর এলাকায় বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয় এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। নিহতরা হচ্ছে স্বামী রফিকুজ্জামান, স্ত্রী শাহীনা আক্তার, পুত্র নাদিম ও মেয়ে রনক। হতাহতরা একই পরিবারের সদস্য। বাসটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল।

গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া জানান, প্রাইভেট কারটি নেত্রকোনার দূর্গাপুর থেকে ময়মনসিংহ হয়ে নরসিংদী যাচ্ছিল। ওভারটেক করার সময় এই দুঘটঁনা ঘটে। এতে ঘটনা স্থলে একজনের মৃত্যু হয়, হাসপাতালে আরো ৩জন মারা যায়। আহত দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।