রাজধানীর বাসস্ট্যান্ড এলাকা থেকে তিন বস্তা দুই টাকার কয়েন উদ্ধার

রাজধানীর আবদুল্লাহপুরে বাস কাউন্টারের পেছনে থেকে দুই টাকার কয়েনে ভর্তি তিনটি বস্তা উদ্ধার করেছে পুলিশ।
কে বা কারা কী উদ্দেশ্যে এসব কয়েন রেখে গেছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ডিএমপি উত্তর ট্রাফিক বিভাগ সূত্র জানায়, সোমবার দুপুরে এক ব্যক্তি টিআই খন্দকার ইফতেখার হোসেনকে বাস কাউন্টারের পেছনে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তা পড়ে থাকার তথ্য জানান। তখন ইফতেখার সার্জেন্ট এমএম খুরশিদ আলম ও সঙ্গে থাকা ফোর্সসহ বস্তা তিনটি উদ্ধার করেন।
নতুনসময়/আল-এম