ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


বাহরাইনের মেয়েরা সবার আগে ঢাকায়


১৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪৮

আগামী শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল টুর্নামেন্ট। ঢাকায় হবে এই টুর্নামেটের প্রথম পর্বের ‘এফ’ গ্রুপের খেলা। গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও লেবানন। তাই এই টুর্নামেন্টে অংশ নিতে সবার আগে ঢাকায় পৌঁছেছে বাহরাইন দল।

বুধবার (১২ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মেয়েদের এই টুর্নামেন্টে এবার দল বাড়ায় ফরম্যাটেও পরিবর্তন এনেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগের আসরে গ্রুপ চ্যাম্পিয়নরা উঠেছিল চূড়ান্ত পর্বে। এবার চূড়ান্ত পর্বে যেতে দুই ধাপ ডিঙ্গাতে হবে দলগুলোকে। প্রথম রাউন্ডের ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। ৮ দল দ্বিতীয় রাউন্ডে খেলবে ২ গ্রুপে। সেখান থেকে চারটি দল উঠবে চূড়ান্ত পর্বে।

চূড়ান্ত পর্বের আয়োজক এবারো থাইল্যান্ড। স্বাগতিক থাইল্যান্ড এবং উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সরাসরি খেলবে শিরোপা নির্ধারণী পর্বে। বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ই সেপ্টেম্বর বাহরাইনের বিপক্ষে। ১৯শে সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ লেবানন। বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে ২১শে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এবং ভিয়েতনামের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ আগামী ২৩শে সেপ্টেম্বর।

এসএ

সাকিবের নতুন কীর্তি

তারানাকে লোকাল বাসের যাত্রীরা বললেন_ ‘অনেক গরম পারবেন তো?’

কার পক্ষে কথা বললেন বার্নিকাট?

১০০ টাকায় সুখ বেচে বেদেনীরা!

বিমানের দরজা ভাঙার কারণ তাহলে এই!

বার্নিকাটে ভর করছেন ইউনূস?

ছাড় দিল বিএনপি

১০০ জনের তালিকায় শামীম ওসমান!

‘যেতে নাহি দিব হায়, তবু...’

‘বড় ভুল করছে বিএনপি’