ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বার্নিকাটে ভর করছেন ইউনূস?


১১ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৭

আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসেব নিকেশ। প্রথম সারিরর দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে উত্থানের পথে তৃতীয় রাজনৈতিক শক্তি। সম্প্রতি ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্য তার জলন্ত দৃষ্টান্ত।

যার অঙ্কুরে আছেন ড. মুহম্মদ ইউনূস। দূর থেকে কলকাঠি নাড়ছেন তিনি। শুধু তাই নয় মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের ঢাকা অবস্থানের মেয়াদ তিন মাস বৃদ্ধিতেও রয়েছে ইউনূসের লবিং। বার্নিকাটে ভর করে দেশের রাজনীতির পালে নতুন হাওয়া দেয়ার চেষ্টা করছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ড. ইউনূসের অনুরোধেই, ঢাকায় বার্নিকাটের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত তিন মাস (সেপ্টেম্বর - ডিসেম্বর) বাড়ানো হয়েছে। যেহেতু বার্নিকাট বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। সে কারণেই নির্বাচনের আগে না সরানোর অনুরোধ করেন শান্তিতে নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনূস।

এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিয়েছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র একটু বেশিই আগ্রহ দেখাচ্ছে। মার্শিয়া বার্নিকাট বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি সম্পর্কে ওয়াকিবহাল এ কারণে মার্কিন প্রশাসন নির্বাচন পর্যন্ত তাঁকেই রাখতে চাইছে।

সূত্র নিশ্চিত করেছে, ড. কামালের সাথে যুক্তফ্রন্টের ঐক্যে সরাসরি ভূমিকা রেখেছেন মার্শা বার্নিকাট। অপরদিকে মার্কিন দূতাবাসকে সচল করতে মূল ভূমিকা পালন করছেন ড. মুহম্মদ ইউনূস। বার্নিকাট এবং মার্কিন দূতাবাসে তাঁর সহকর্মীরা তৃতীয় শক্তি উত্থাপনের জোর প্রচেষ্টা চালাচ্ছে। এ কারণেই মার্কিন প্রশাসনকে ড. ইউনূস বার্নিকাটকে নির্বাচন পর্যন্ত পরিবর্তন না করার অনুরোধ করেন।

একাধিক সূত্রে জানা গেছে, বিদায়ের আগে বার্নিকাট সর্বশেষ বিদায়ী সাক্ষাৎ করেছিলেন ড. ইউনূসের সঙ্গে। আমেরিকান ক্লাবে তাদের দু’ঘণ্টারও বেশি সময় বৈঠক হয়। এই বৈঠকের পরই দৃশ্যপট পাল্টে যায়। মার্কিন পররাষ্ট্র দপ্তর বার্নিকাটকে ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব অব্যাহত রাখার নির্দেশ দেয়।

এসএ