ঢাকা শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২


লিভারপুলের বিপক্ষে এবার আর্সেনালের ড্র


৯ জানুয়ারী ২০২৬ ১০:৩১

সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে জিতলেই ৮ পয়েন্টের লিড পেতো আর্সেনাল। তবে সেটা আর হয়নি, বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটা।

 

টানা পাঁচ জয়ের পর এই ম্যাচে ড্র করল গানাররা। চলতি আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে দ্বিতীয়বারের মতো পয়েন্ট হারাল আর্সেনাল। দুই দলের প্রথম দেখায় অ‍্যানফিল্ডে ১-০ হেরেছিল মিকেল আর্তেতার দল।

 

২১ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। ৪৩ পয়েন্ট নিয়ে পরের দুটো স্থানে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে লিভারপুল।