পাতানো নির্বাচন হলে, দেশ আবারও ধ্বংসের দিকে যাবে: ডা. তাহের
প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া আগামী নির্বাচন পাতানো হচ্ছে কিনা, এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, পাতানো নির্বাচন হলে, দেশ আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে।
আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ আশঙ্কার কথা জানান জামায়াতের নায়েবে আমির।
তিনি বলেন, ইইউকে জানানো হয়েছে, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে।
