ঢাকা মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


‘বিশ্বকাপে ফেভারিট নয় ভারত-পাকিস্তান’


৫ জানুয়ারী ২০২৩ ২৩:২০

২০১১ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হয়েছিল উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারতে। এবার এক যুগ পর আবারও ওয়ানডে বিশ্বকাপ ফিরতে যাচ্ছে এশিয়ার বুকে।

ট্রান্স-তাসমান প্রদেশ ঘুরে ইংল্যান্ড হয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে ভারতে।

তবে ঘরের মাঠে এককভাবে বিশ্বকাপ আয়োজন করলেও স্বাগতিক ভারত নাকি আসন্ন বিশ্বকাপে নিজেরাই ফেভারিট নয়, এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। কেবল ভারত নয় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে উপমহাদেশে খেলা হলেও ফেভারিট নয় বাবর আজমের পাকিস্তানও।

সাঙ্গাকারা ভারতের স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টসে নিজের দাবির স্বপক্ষে যুক্তিও দেখিয়েছেন।

নিজের সাক্ষাৎকারে সাঙ্গাকারা বলেন, ‘আমার দৃষ্টিতে, ২০১১ সালের পর থেকে ক্রিকেট অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। তখনকার সময় হলে এশিয়ান কন্ডিশনে আমি উপমহাদেশের ক্রিকেটারদেরই ফেভারিট বলতাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও স্পিন খেলতে শিখে গেছে। কিছু কিছু ক্ষেত্রে তো তারা উপমহাদেশের দলগুলোর চেয়েও ভালো খেলছে।

বাইরের দেশের ক্রিকেটাররা বর্তমানে অনেক বেশি রিভার্স সুইপ, প্যাডল শট এবং সুইপ খেলছে। এই সব শট খেলতে তারা নিজেদের পায়ের ব্যবহার করছে। আমি মনে করি, আইপিএলে খেলার মাধ্যমে তারা এই ধরণের বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছে।’

আইকে