ঢাকা রবিবার, ২১শে ডিসেম্বর ২০২৫, ৮ই পৌষ ১৪৩২


রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু


২১ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৭

সংগৃহীত

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় খাবার খেয়ে অসুস্থ হয়ে এলহাম চৌধুরী এবং তার বোন আফরিদা চৌধুরী নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে বাচ্চা দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য কুমিল্লা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 

 

হাতিরঝিল থানা পুলিশ জানায়, গতকাল দুপুরের দিকে একজনের মরদেহ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের মরদেহ রাশমনো হাসপাতাল থেকে উদ্ধার করেন তারা। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। 

 

পুলিশ জানায়, নিহত দুই শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে নিকট আত্মীয়রা তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। 

 

স্বজনরা জানান, আফরিদা বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ১৮ বা ১৯ তারিখে বাচ্চা দুটি অসুস্থ হয়ে পড়ে। খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে বলে স্বজনরা জানান। পুলিশ অবশ্য জানান, খাবার খেয়ে নাকি অন্য কোনো ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারণ জানা যাবে।