শীতের সঙ্গে কুয়াশার দাপট, কুড়িগ্রাম-যশোরে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
পৌষের প্রথমভাগে সারা দেশে বেড়েছে কুয়াশার দাপট। বইছে হিমেল হাওয়া। ঠাণ্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন।
রোববার (২১ ডিসেম্বর) দিন যতই গড়াচ্ছে কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা । দিনে তাপমাত্রা একটু উষ্ণ হলেও সন্ধ্যা হতেই নেমে আসে তীব্র শীত। আর রাত নামলেই বাড়তে থাকে ঘন কুয়াশা মাত্রা।
কুয়াশার পাশাপাশি আকাশ মেঘলা থাকায় কোথাও কোথাও বেলা গড়ালে দেখা মেলে সূর্যের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যশোরেও তাপমাত্রার পারদ নেমেছে ১২ ডিগ্রিতে।
স্থানীয়রা জানান, শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের ঝুঁকি বাড়ছে। জেলার বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্রের চাহিদা বাড়লেও পর্যাপ্ত সহায়তা এখনও পৌঁছায়নি।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, আগামীকালও অনেক জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। থাকবে কুয়াশার দাপটও।
এদিকে শীত জেঁকে বসার সাথে সাথে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু।
