ঢাকা বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


২২৭ রানেই থেমে গেল বাংলাদেশের ইনিংস


২৩ ডিসেম্বর ২০২২ ০৪:০৬

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২২৭ রানে থামল টাইগাররা। ইতিমধ্যে ব্যাট করতে নেমেছে ভারত।

শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা সাকিব আল হাসান।

ব্যাট করতে নেমে দুই ওপেনার নাজমুল হাসান শান্ত ও জাকির হোসেন জুটিতে আসে ৩৯ রান। ১৫ রানে জাকির ও ২৪ রানে শান্ত আউট হন।

দলনেতা সাকিব আল হাসান করেন ১৬ রান।

ভারতীয় পেসার উমেশ যাদবের দুর্দান্ত বোলিংয়ে একে একে ফিরে যান মিরাজ-সোহান-তাসকিন। ৫১ বলে ১৫ রানে মিরাজ, ১৩ বলে ৬ রানে সোহান ও ১৬ বলে ১ রান করে তাসকিন।

এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৮৪ রানে আউট হন মুমিনুল হক।

এছাড়াও শূন্যরানে আউট খালেদ আহমেদ। আর ৪ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।

ভারতের পক্ষে সর্বোচ্চ চারটি করে উইকেট নেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া দুটি উইকেট পেয়েছেন জয়দেব উনাদকাট।

আইকে