ঢাকা বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


পায়ের ছাপ নিতে মেসিকে ব্রাজিলের মারাকানায় আমন্ত্রণ


২৩ ডিসেম্বর ২০২২ ০২:৪৪

ফুটবলে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দী দল ব্রাজিল। সেই ব্রাজিলেই ফুটবল জাদুকর মেসির পায়ের ছাপ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে।

মারাকানা স্টেডিয়ামের পরিচালনাকারী রিও ডি জেনেইরোর ক্রীড়া সুপারিনটেনডেন্টস মেসিকে এই আমন্ত্রণ জানান।

বিশ্বকাপে চমৎকার পারফরমেন্সে দলকে অধরা সোনালি ট্রফি জেতানোর পর চারদিকে শুধু তারই জয়গান বইছে। যে হাওয়া বইছে ব্রাজিলেও। এজন্য বিশ্বসেরা এই ফুটবল জাদুকরের পায়ের ছাপ রাখার জন্য মারাকানার ‘হল অব ফেমে’ আমন্ত্রণ জানানো হয়েছে তাকে।

এই স্টেডিয়ামের ‘হল অব ফেমে’ কিংবদন্তি বেশ কয়েক ফুটবলারেরই পায়ের ছাপ সংরক্ষিত রয়েছে।

তাদের মধ্যে রয়েছেন পেলে, রোনালদো নাজারিও, জিকো ও দিয়ান পেতকোভিচ অন্যান্যরা।

আইকে