ঢাকা রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২

ফেসবুকের নতুন ট্রেন্ড ‘ন্যানো ব্যানানা’, যেভাবে তৈরি করবেন থ্রিডি ফিগারিন


১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪১

সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক নতুন ডিজিটাল ট্রেন্ড—‘ন্যানো ব্যানানা’ থ্রিডি ফিগারিন। ক্ষুদ্রাকৃতির এই কার্টুনধর্মী মিনিয়েচারগুলো দেখতে খেলনার মতো হলেও আসলে সম্পূর্ণ ডিজিটাল সৃষ্টিকর্ম। গুগলের আধুনিক এআই টুল Gemini 2.5 Flash Image ব্যবহার করে সহজেই তৈরি হচ্ছে এই ফিগারিনগুলো।

 

ন্যানো ব্যানানা: ‘ন্যানো ব্যানানা’ মূলত এআই প্রযুক্তিভিত্তিক ক্ষুদ্রাকৃতির ডিজিটাল ফিগারিন। অনলাইন মিমপ্রেমীদের কাছ থেকেই নামটির জনপ্রিয়তা। কেউ বানাচ্ছেন নিজের প্রতিকৃতি, কেউ প্রিয় সেলিব্রিটি বা পোষা প্রাণীর থ্রিডি অবয়ব, আবার অনেকে পছন্দের রাজনীতিবিদদের রূপও দিচ্ছেন এই ফিগারিনে।

 

কেন এত জনপ্রিয়

 

সহজ প্রক্রিয়া: গুগলের জেমিনি ২.৫ ফ্ল্যাশ ইমেজ এমনভাবে তৈরি যে, বিশেষ কোনো কারিগরি দক্ষতা ছাড়াই যে কেউ এটি ব্যবহার করতে পারেন।

সৃজনশীল নিয়ন্ত্রণ: কেবল ছবি বা টেক্সট প্রম্পট দিয়েই তৈরি করা যায় নিজস্ব ডিজাইন।

সোশ্যাল মিডিয়ার প্রভাব: ইনস্টাগ্রাম, টিকটক, এক্স (টুইটার) ও ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা নিজেদের ফিগারিন বানিয়ে শেয়ার করায় এটি দ্রুত ভাইরাল হয়েছে।

বিনা খরচে দ্রুত তৈরি: কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে যায় পছন্দের ডিজিটাল অবয়ব।

বানানোর সহজ ধাপ

 

১. গুগল জেমিনি অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. যাঁর ফিগারিন তৈরি করতে চান, তাঁর ছবি আপলোড করুন। ছবি না থাকলেও শুধু টেক্সট প্রম্পট দিয়েও কাজ হবে।

৩. গুগলের শেয়ার করা অফিসিয়াল প্রম্পট কপি করে জেমিনির টেক্সট বক্সে পেস্ট করুন।

 

প্রম্পটি হলো: ছবির চরিত্রগুলোর ১/৭ স্কেলের একটি বাণিজ্যিক প্রতিচ্ছবি তৈরি করুন, বাস্তবসম্মত স্টাইলে, বাস্তব পরিবেশে। প্রতিচ্ছবিটি একটি কম্পিউটার ডেস্কের উপর রাখা হয়েছে। প্রতিচ্ছবিটির একটি গোলাকার স্বচ্ছ অ্যাক্রিলিক বেস রয়েছে। কম্পিউটার স্ক্রিনের বিষয়বস্তু এই প্রতিচ্ছবির একটি থ্রিডি মডেলিং প্রক্রিয়া। কম্পিউটার স্ক্রিনের পাশে একটি বাক্স রয়েছে, যার উপর মূল ছবি প্রিন্ট করাছ আছে।

৪. ‘জেনারেট’ বাটনে ক্লিক করুন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। পছন্দমতো না হলে প্রম্পট বা ছবি পরিবর্তন করে আবার চেষ্টা করুন।

পাশাপাশি চাইলে ভিন্ন স্টাইলের জন্য বাড়তি প্রম্পট ব্যবহার করা যায় যেমন ১৬-বিট ভিডিও গেম চরিত্রের লুক বা থ্রিডি হলোগ্রাফিক ডিজাইন।

ডিজিটাল আর্টপ্রেমী থেকে কনটেন্ট ক্রিয়েটর সবাইকে সৃজনশীলতার নতুন দ্বার খুলে দিচ্ছে এই ন্যানো ব্যানানা ট্রেন্ড। কয়েক সেকেন্ডে নিজের বা প্রিয়জনের ক্ষুদ্র থ্রিডি অবয়ব তৈরি করার সুযোগই যেন এটিকে সোশ্যাল মিডিয়ার নতুন ক্রেজে পরিণত করেছে।