ঢাকা বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২

অপরাধের ইঙ্গিত পেলেই পুলিশে খবর দেবে ‘চ্যাট জিপিটি’!


৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৭

সংগৃহীত

কয়েকদিন আগেই ওপেন এআই-এর (Open AI) তৈরি চ্যাটবট ‘চ্যাট জিপিটি’র (Chat GPT) পরামর্শ নিয়ে অপরাধ (Crime) ঘটিয়েছে এক যুবক। আবার একইভাবে আত্মহত্যাও করেছে আরেকজন। তাদের নাকি এইসব পরামর্শ দিয়েছিল এআই চালিত এই বট। আর এইসব ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ওপেন এআই-এর এই জনপ্রিয় চ্যাটবট (AI Chatbot)। সেই কারণে এবার এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে সংস্থা।

 

চ্যাট জিপিটি-র ব্যবহারকারীদের সঙ্গে হওয়া কথোপকথন যে সম্পূর্ণ গোপন নয়, সে কথা প্রকাশ্যে স্বীকার করল সংস্থা ওপেন এআই। সম্প্রতি প্রকাশিত এক ব্লগপোস্টে ওপেন এআই জানিয়েছে, ব্যবহারকারীদের আলোচনায় সহিংসতার সম্ভাবনা ধরা পড়লে তা বিশেষ পর্যালোচনার জন্য পাঠানো হয় এবং গুরুতর হুমকির আশঙ্কা থাকলে পুলিশের সঙ্গে সেই সব তথ্য ভাগ করা হতে পারে।