ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


পবিত্র আশুরা ২১ সেপ্টেম্বর


১১ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৫

আগামী ১২ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র মোহাররম মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।

সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪০ হিজরি সালের মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। ১২ সেপ্টেম্বর বুধবার থেকে মহররম মাস গণনা শুরু হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমদ, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর সিরাজ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএ