ঢাকা বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ১৯শে ভাদ্র ১৪৩২


বেনাপোলে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ


২ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৬

সংগৃহিত

বেনাপোল পৌর এলাকায় বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার উপকারভোগীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার পৌরসভা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান।

আয়োজনে বেনাপোল পৌরসভা, যশোর। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের ভাতা প্রদান করা হচ্ছে, যাতে তারা সমাজে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

এ সময় পৌরসভার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।