ঢাকা বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ১৯শে ভাদ্র ১৪৩২


নবীনগরে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু


২ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩

সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে অটোরিকশার ধাক্কায় এবং সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে পুকুরে ডুবে দুটি প্রাণহানির ঘটনা ঘটে।

শিবপুর ইউনিয়নের কনিকাড়া হাইস্কুল সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় মরিয়ম (৬)। নিহত মরিয়ম স্থানীয় খায়রুল মিয়ার মেয়ে এবং কনিকাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। এ বিষয়ে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। নবীনগর থানার ওসি শাহিনুর ইসলামও ঘটনাটি নিশ্চিত করেছেন।

অন্যদিকে উপজেলার জগন্নাথপুর গ্রামে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায় রোকেয়া (৪)। সে সাহিদুল ইসলামের মেয়ে। পরিবারের অগোচরে খেলার সময় পুকুরে পড়ে যায় রোকেয়া। প্রায় দুই ঘণ্টা পর তার লাশ ভেসে উঠলে পরিবার উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি শাহীনুর ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।