ঢাকা রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


৩৫ কোটি বেড়েছে ১০ বছরে ইসলাম ধর্মে অনুসারী


১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩২

সংগৃহীত

বিশ্বব্যাপী ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বেড়েই চলেছে। ২০১০ সাল থেকে পরবর্তী ১০ বছরে ইসলাম ধর্মে প্রায় ৩৫ কোটি নতুন মানুষ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি পিউ রিসার্চের ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ শীর্ষক এক গবেষণায় এ তথ্য সামনে এসেছে। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত চালানো এই গবেষণায় বলা হয়, খ্রিষ্টধর্ম এখনও বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। বিশ্বের মোট ২৩০ কোটি মানুষ এই ধর্মের অনুসারী। তবে, ইসলাম ও খ্রিষ্টধর্মের মধ্যে ব্যবধান দিনদিন কমে আসছে। ২০১০ সালের পর থেকে বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ১ দশমিক ৮ শতাংশ কমেছে। অন্যদিকে, বিশ্বজুড়ে মুসলিম অনুসারীর সংখ্যা বেড়েছে। ইসলাম এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বর্তমানে প্রায় ২০০ কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী, যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। ২০১০ সাল থেকে ইসলাম ধর্মে প্রায় ৩৫ কোটি নতুন মানুষ বৃদ্ধি পেয়েছে। এই সংখ্যা খ্রিষ্টধর্মের চেয়ে প্রায় তিন গুণ বেশি এবং অন্যান্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি। পিউ রিসার্চের গবেষণা বলছে, বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে ধর্মান্তরের ভূমিকা খুবই সামান্য। ইসলাম ধর্মে এই প্রবৃদ্ধি মূলত প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফল। মুসলিমদের সন্তানের সংখ্যা অন্য সব বড় ধর্মের অনুসারীদের তুলনায় বেশি এবং মুসলিমরা তুলনামূলক কম বয়সী। ইসলামই একমাত্র ধর্ম, যেখানে যারা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন, তাদের সংখ্যা ধর্মত্যাগী ব্যক্তিদের চেয়ে বেশি। এদিকে, বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম হিন্দু। এই ধর্মের অনুসারী ১২০ কোটি মানুষ। ২০১০ সাল থেকে এই ধর্মের অনুসারী ১২ কোটি ৬০ লাখ বেড়েছে। গত এক দশকে ইহুদি ধর্মের অনুসারীও প্রায় ১০ লাখ বেড়েছে। এই ধর্মের অনুসারী বিশ্বের মোট জনসংখ্যার ০ দশমিক ২ শতাংশেই রয়েছে। শিখ, বাহাইসহ অন্যান্য ধর্মে মানুষের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি। অন্যদিকে, বৌদ্ধধর্মের অনুসারী কমেছে। ২০১০ সালের তুলনায় ২০২০ সালে এই ধর্মের অনুসারী কমেছে ১ কোটি ৮৬ লাখ। মিডল ইস্ট আই।