ঢাকা রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


হিজলতলা বাজারে কারখানায় আগুন


২৫ এপ্রিল ২০১৯ ২০:১০

ফাইল ছবি

বৃহস্পতিবার সকাল ৮টা ২২ মিনিটের দিকে কেরানীগঞ্জে চুনকুটিয়ার হিজলতলা বাজারে একটি ওয়ানটাইম গ্লাস-প্লেট তৈরির প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন লাগার সূত্রপাত্র সম্পর্কে জানা যায়নি।

এছাড়া আগুনে হতাহত সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নতুনসময় / আইআর