ঢাকা শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু


২১ এপ্রিল ২০১৯ ২৩:১২

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী ধলপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল হান্নান (১৪)। রোববার (২১এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে।

অচেতন অবস্থায় হান্নানকে উদ্ধার করে পোনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার শিক্ষক শিহাব উদ্দিন জানান, সকালে গোসল সেরে ভেজা হাতে তার রুমের ফ্যানের সুইজ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত আব্দুল হান্নানের বাড়ি বরিশালে।

বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর মদিনাতুল উল্মে নুরানি হাফিজিয়া মাদ্রাসায় মকতবে পড়াশোনা করতো।

নতুন সময়/এমআর/এসআই