ঢাকা শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


দিনাজপুরে বাসের ধাক্কায় তিন অটোযাত্রী নিহত


১৮ এপ্রিল ২০১৯ ২৩:১৪

প্রতিকী ছবি

দিনাজপুরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে এক শিশু ও নারী রয়েছে বলে পুলিশ জানালেও তাদের নামপরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের চুনিয়াপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফুলবাড়ি থেকে একটি বাস দিনাজপুর যাচ্ছিল। চুনিয়াপাড়া এলাকায় আসার পর একই অভিমুখে যাওয়া একটি অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। আহত হয় তিনজন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদোয়ানুর রহিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।