ঢাকা শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


বিশ্ব পানি দিবস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী


১১ এপ্রিল ২০১৯ ২১:৫২

ছবি সংগৃহীত

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে অংশ নেন। বিশ্ব পানি দিবস ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

বিশ্ব পানি দিবস ছিল গত ২২ মার্চ। কিন্তু দিবসটি ১১ এপ্রিল পালন করার সিদ্ধান্ত নেয় সরকার।

এবার দিবসটির প্রতিপাদ্য, পা‌নি সবার অ‌ধিকার, বাদ যা‌বে না কেউ আর।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

নতুনসময় / আইআর