ঢাকা শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই ডিএনসিসি মার্কেটে


৩০ মার্চ ২০১৯ ২২:৩৮

ডিএনসিসি মার্কেট

রাজধানীর গুলশান ১ নম্বর ডিএনসিসি কাঁচাবাজার ও সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শনিবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যান তিনি।

এসময় তিনি বলেন, ‘মার্কেটটিতে এর আগে যখন আগুন লাগে তখন অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। এখনও অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই।’

ফায়ার সার্ভিসের কর্মীরাও জানান, তারা আগুন নেভানোর কাজ করার সময় এখানে কোনো অগ্নি নির্বাপক সামগ্রী দেখতে পাননি।

এসময় মেয়র আরো বলেন, ‘আমরা এখানে ডিএনসিসি স্থায়ী মার্কেট করতে চেয়েছিলাম। কিন্তু মামলার জটিলতা আছে। আমরা এই মামলার নিষ্পত্তি করে যত দ্রুত সম্ভব স্থায়ী মার্কেটের দিকে যাবো। যেখানে অগ্নিনির্বাপণসহ ব্যবসায়ীদের যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘রাজধানীতে যেসব মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং সেন্টার আছে, সেগুলোতে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। যদি কোনো মার্কেট কিংবা ভবনে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকে তাহলে সংশ্লিষ্ট মালিক এবং দোকান মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পরে অগ্নি নির্বাপণের কাজ তদারকি করেন তিনি।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরে কাঁচাবাজার থেকে উত্তর পাশে গুলশান শপিং সেন্টারের তিন তলায়ও আগুন লাগে।