ঢাকা শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


মিরপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত


২১ মার্চ ২০১৯ ২২:১০

রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, ভোরে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রাজ্জাক। এসময় একটি তেলের লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাড়ি মেহেরপুর সদর এলাকায়। তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই মঞ্জুরুল ইসলাম।