ধীরে ধীরে সারাদেশে বাড়ছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে
পৌষের শুরু থেকেই ধীরে ধীরে সারাদেশে বেড়েছে শীতের দাপট। মাঝামাঝি সময়ে এসে ঠাণ্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন। গোপালগঞ্জে তীব্র শীতের সঙ্গে বইছে হিমেল হাওয়া। জেঁকে বসা শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও বিভিন্ন অঞ্চলে হিমেল হাওয়ার দাপটে তাপমাত্রা ক্রমেই কমছে। ক্ষণিকের জন্য আকাশে সূর্য আসলেও থাকছে নিভুনিভু। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনেও প্রভাব ফেলেছে।
তীব্র শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। তবে, ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। এদিকে, শীতের সাথে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক।
