ঢাকা মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৭ই পৌষ ১৪৩২


ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক


৩০ ডিসেম্বর ২০২৫ ০৯:২৬

সংগৃহীত

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ স্থলের পাশে থেকে খেলনা পিস্তলসহ আরাফাত নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তি ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

 

সোমবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে ওই যুবককে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, কর্মসূচি চলাকালে ইনকিলাব মঞ্চের স্বেচ্ছাসেবক ও উপস্থিত সাধারণ জনতা সন্দেহজনক আচরণের কারণে ওই যুবককে আটক করে। পরে তাঁর হেফাজত থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় এবং পরে পুলিশে দেওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ইনকিলাব মঞ্চের উদ্যোগে অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের স্বেচ্ছাসেবক ও সাধারণ জনতা খেলনা পিস্তলসহ একজনকে আটক করে। ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে।