ঢাকা মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে: ডা. তাহের


২৯ ডিসেম্বর ২০২৫ ২২:০২

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে।

 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-১১ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

 

ডা. তাহের বলেন, নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে। ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দল এবং যারা জাতীয়তাবাদী দলের একটি অংশ, ডানপন্থী বলতে যা বোঝায়, ২৪শে জুলাইয়ের চেতনাধারী পরিবর্তনকারী ঐতিহাসিক সেই ভূমিকার সাথে যারা ছিল, তারা সকলেই এবার ঐক্যবদ্ধ। এটি অতীতে আর কখনো ঘটেনি।

 

তিনি আরও বলেন, সুতরাং আমরা বলতে পারি, একদিকে কতিপয় মানুষ, দু’একটি দল আর অন্যদিকে সারা বাংলাদেশ। এখানে জনগণের একটা ব্যাপক উত্তাল স্রোত তৈরির মাধ্যমে এবার এই জোটকে মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে সরকার গঠনের সেই সুযোগ করে দেবেন।

 

যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে বানচাল হয়েছে উল্লেখ করে ডা. তাহের বলেন, আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু হবে এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাঁদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবেন। আর জনগণের প্রত্যাশা—নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।