ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


ভারতে ধরা পড়লো ভুয়া কোম্পানি কফ সিরাপ, আসতো বাংলাদেশেও!


২৮ ডিসেম্বর ২০২৫ ২২:০৬

সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বারানসিতে জাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুলে কফ সিরাপ তৈরির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোডিনযুক্ত কফ সিরাপ অবৈধভাবে বিভিন্ন রাজ্য ও সীমান্তপারে পাচারের সঙ্গে তারা জড়িত বলে অভিযোগ ছিল। খবর হিন্দুস্তান টাইমস'র।

 

পুলিশ জানায়, অভিযুক্তরা একাধিক ভুয়া ফার্মা কোম্পানি খুলে জিএসটি নম্বর ও প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করেছিল। তবে এসব প্রতিষ্ঠানের কোনো বাস্তব ব্যবসা কার্যক্রম ছিল না। মূলত জাল বিল ও ইনভয়েস তৈরি করতেই কোম্পানিগুলো ব্যবহার করা হতো।

 

দুটি পৃথক মামলায় এই গ্রেফতার কার্যক্রম চালানো হয়। বারানসির রোহানিয়া এলাকা থেকে স্বপ্নিল কেশরি, দিনেশ যাদব ও আশিষ যাদবকে আটক করা হয়। অন্যদিকে সারনাথ এলাকা থেকে বিষ্ণু পাণ্ডে ও লোকেশ আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ।

 

তদন্তে জানা গেছে, একটি ভুয়া কোম্পানির মাধ্যমে প্রায় ১৩ কোটি রুপি এবং আরও দুটি কোম্পানির মাধ্যমে প্রায় ১০ কোটি রুপির লেনদেন করা হয়েছে। এসব কফ সিরাপ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বেশি দামে সরবরাহ করা হতো। পরে অবৈধ চ্যানেলের মাধ্যমে সেই অর্থ বারানসিতে ফেরত আনা হতো।

 

পুলিশের বিশেষ তদন্তকারী দল এর সাথে আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র খতিয়ে দেখছে। মামলার মূল সন্দেহভাজন শুম্ভম জাইসওয়ালের সম্পদ বাজেয়াপ্তের প্রস্তুতিও চলছে।