পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়লো
পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় ছয়দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত এই অ্যাপে নিবন্ধন করা যাবে। বুধবার (২৪ ডিসেম্বর) জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক শেষে এক বিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, এখনও যারা পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেনি তাদের আগামী বুধবারের মধ্যে নিবন্ধন করার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী শনিবার তফসিল ব্যাংকগুলোকে খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে। যাতে সম্ভাব্য প্রার্থীরা লেনদেন করতে পারেন।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল বিডি অ্যাপে এখন পর্যন্ত ৬ লাখ ৮৬ হাজার ৭৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩৪ হাজার ৯২ জন এবং নারী ভোটার ৫২ হাজার ৬৪২ জন। এর মধ্যে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ১ লাখ ৬৭ হাজার ৬২২ জন নিবন্ধন করেছেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধন চলবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করতে হবে।
